পঞ্চগড় টু সিলেট বাসের নাম সময়সূচী ও ভাড়ার তালিকা জেনে নিন

পঞ্চগড় টু সিলেট বাসের নাম সময়সূচী ও ভাড়ার তালিকা জানানোর জন্যই আজকের আর্টিকেলটি লেখা। বিভিন্ন প্রয়োজনে প্রতিদিন অনেক মানুষ পঞ্চগড় থেকে হবিগঞ্জ, শ্রীমঙ্গল, মৌলভীবাজার সিলেট যাওয়া-আসা করে থাকেন। এই যাওয়া-আসার সহজলভ্য মাধ্যম হলো সড়ক পথে বাস।

পঞ্চগড় টু সিলেট বাসের নাম সময়সূচী ও ভাড়ার তালিকা জেনে নিন

আজকের আর্টিকেলটি পড়লে আপনারা জানতে পারবেন পঞ্চগড় জেলার সাথে অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক শহর ও চায়ের নগরী সিলেটের যোগাযোগের অন্যতম মাধ্যম বাস। বাসের নাম, সময়সূচী ও ভাড়ার তালিকা সম্পর্কে। চলুন বন্ধুরা আর দেরি না করে মূল আলোচনা যাওয়া যাক।

পেজ সুচীপত্র

পঞ্চগড় টু সিলেট বাসের নাম সময়সূচী ও ভাড়ার তালিকা

পঞ্চগড় টু সিলেট বাসের নাম সময়সূচী ও ভাড়ার তালিকা সম্পর্কিত আর্টিকেলটি পড়লেই আপনারা জানতে পারবেন এই রুটের বাস চরাচল সম্পর্কে যাবতীয় তথ্যগুলো। এই বাসগুলো পঞ্চগড় থেকে ছেড়ে ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, শ্রীমঙ্গল, মৌলোভীবাজার হয়ে সিলেট পর্যন্ত চলাচল করে। পঞ্চগড় টু সিলেট চলাচলকারী বালগুলো নাম, যে সময়সূচী মেনে চলে ও যে পরিমাণ ভাড়া নেয় সেগুলো নিম্নে পর্যায়ক্রমে আলোচনা করা হলো।

আরও পড়ুন ঃ রাজশাহী টু সিলেট বাসের নাম সময়সূচি ও ভাড়ার তালিকা।

পঞ্চগড় টু সিলেট বাসের নাম

প্রতিদিন পঞ্চগড় থেকে হবিগঞ্জ, মৌলভীবাজার হয়ে পূণ্য ভুমি সিলেট পর্যন্ত নিয়মিতভাবে যে বাসগুলো চলাচল করে সেই বাসগুলোর নাম নিম্নে উল্লেখ করা হলো

  • তয়েজ এন্টারপ্রাইজ,
  • দোয়েল ক্লাসিক,
  • রাব্বানী এন্টারপ্রাইজ,
  • বিআরটিসি। ইত্যাদি।

আরও পড়ুন ঃ রাজশাহী টু ঢাকা ট্রেনের নাম সময়সূচী ভাড়া ও টিকিট কাটার নিয়ম জেনে নিন।

পঞ্চগড় টু সিলেট বাসের সময়সূচী

পঞ্চগড় টু সিলেট বাসের নাম সময়সূচী ও ভাড়ার তালিকা সম্পর্কিত আর্টিকেলটির উপরের অংশ পড়ে আপনারা জানতে পেরেছেন এই রুটে চলাচলকারী বাসগুলোর নাম। এঅংশটুকু পড়লেই আপনারা জানতে পারবেন যেসময়সূচি মেনে উক্ত বাসগুলো চলাচল করে সে সম্পর্কে। পঞ্চগড় থেকে সিলেটের উদ্দেশ্যে বাসগুলো বিকাল সাড়ে চারটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে ছেড়ে যায়। তবে বিআরটিসি বাসের ক্ষেত্রে একটু আলাদা।

  • তয়েজ এন্টারপ্রাইজ ঃ বিকাল ৫.০০ টায় ছাড়ে,
  • দোয়েল ক্লাসিক ঃ বিকাল সাড়ে ৪.০০ টায় ছাড়ে,
  • রাব্বানী এন্টারপ্রাইজ ঃ বিকাল ৪.০০ টায় ছাড়ে।

আরও পড়ুন ঃ ঢাকা টু বরগুনা লঞ্চের নাম সময়সূচি ও ভাড়া সম্পর্কে জেনে নিন।

পঞ্চগড় টু সিলেট বাসের ভাড়ার তালিকা

পঞ্চগড় টু সিলেট বাসের নাম সময়সূচী ও ভাড়ার তালিকা সম্পর্কিত আর্টিকেলটির এপর্যায়ে আপনারা জানতে পারবেন। পঞ্চগড়  থেকে ছেড়ে যাওয়া বাসগুলোর ভাড়া সম্পর্কে। প্রিয় যাত্রী মহোদয় আপনারা সকলে জানেন বাসে ভাড়া নির্ভর করে দূরত্ব, বাসের এ্যকমোডেশান ও এসি বা নন এসি বাসের উপর ভিত্তি করে। পঞ্চগড় থেকে সিলেট ছেড়ে যাওয়া বাসের প্রতিটি সিটের ভাড়া ১০০০ টাকা পার হেড।

আরও পড়ুন ঃ রাজশাহী টু খুলনা বাসের নাম সময়সূচি ও ভাড়ার তালিকা জেনে নিন।

পঞ্চগড় টু সিলেট বাসের মোবাইল নাম্বার 

প্রতিটি যাত্রী মনে করেন যে, মোবাইল নাম্বার জানা থাকলে বাসের সঙ্গে বা কাউন্টারে যোগাযোগ করে খুব সহজেই সিট বুক করা যায়। সেই সুবিধার কথা বিবেচনা করে নিম্নে দু-একটি বাস কাউন্টারের নাম্বার যোগাড় করে প্রদান করা হলো।
  • তয়েজ এন্টারপ্রাইজ # 01345954882.
  • দোয়েল ক্লাসিক # 01721 147602, 01786802426.
  • রাব্বানী এন্টারপ্রাইজ # 01721147602.
  • বিআরটিসি বাস ঃ ০১৭১১ ৩০১৫৮৬.

আরও পড়ুন ঃ মোবাইলে ব্যাক কভার লাগানো সুবিধা অসুবিধা জেনে নিন।

পঞ্চগড় টু সিলেট বাসগুলো যেখান থেকে ছাড়ে 

পঞ্চগড় টু সিলেট বাসের নাম সময়সূচী ও ভাড়ার তালিকা আর্টিকেলের উপরের অংশ পড়ে আপনারা জানতে পেরেছেন এ পর্যায়ে আপনারা জানবেন পঞ্চগড়ের কোন জায়গা থেকে সিলেটের বাসগুলো ছেড়ে যায় সে সম্পর্কে। সবগুলো বাসগুলোই পঞ্চগড় কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে যাত্রা শুরু করে।

উপসংহার 

প্রিয় পাঠক বৃন্দ, বাস চলাচলের সময় অপরিচিত লোকের দেওয়া কোন কিছু খাবেন না। সতর্ক থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন। সঠিক সময় মেনটেন করে চলাচল করুন। বাস কাউন্টারে নির্ধারিত সময়ের পূর্বেই উপস্থিত হবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরিশেষে আপনার জার্নি শুভ হোক এই কামনায় আজকের মত বিদায় নিচ্ছি। আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

aksgreenit নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url